(১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, নিম্নবর্ণিত কার্যক্রমে সম্পৃক্ত কোনো অনুমোদিত কর অবকাশ সত্তা কর অবকাশের জন্য যোগ্য হইবে, যথা:-
(ক) নিম্নবর্ণিত পণ্য উৎপাদন বা তৈরি, যথা:-
(১) এ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট এবং রেডিও ফার্মাসিউটিক্যালস;
(২) কৃষি যন্ত্রপাতি;
(৩) স্বয়ংক্রিয় ইট;
(8) অটোমোবাইল;
(৫) ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ও রাবার ল্যাটেক্স:
(৬) ইলেক্ট্রনিক্সের মৌলিক উপাদান (অর্থাৎ রেজিসটর, ক্যাপাসিটর, ট্রানজিসটর, ইনটিগ্রেটেড সার্কিট, মাল্টিলেয়ার পিসিবি);
(৭) বাই-সাইকেল, উহার খুচরা যন্ত্রাংশসহ;
(৮) বায়ো-ফার্টিলাইজার/জৈব-সার;
(৯) বায়োটেকনোলজি ভিত্তিক কৃষি পণ্য/এগ্রো প্রডাক্ট;
(১০) বয়লার উহার খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জামসহ;
(১১) কম্প্রেসার, উহার খুচরা যন্ত্রাংশসহ;
(১২) কম্পিউটার হার্ডওয়ার;
(১৩) আসবাবপত্র;
(১৪) গৃহ-সামগ্রী বা হোম এ্যাপলিয়েনসেস (ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক ওভেন, ওয়াশিং মেশিন, ইনডাকশন কুকার, ওয়াটার ফিল্টার);
(১৫) কীটনাশক ও বালাইনাশক,
(১৬) চামড়া ও চামড়াজাত পণ্য;
(১৭) এলইডি টিভি:
(১৮) স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াকরণ;
(১৯) মোবাইল ফোন;
(২০) পেট্রোকেমিক্যালস;
(২১) ফার্মাসিউটিক্যালস;
(২২) প্লাস্টিক রিসাইকলিং;
(২৩) টেক্সটাইল মেশিনারি;
(২৪) টিসু গ্রাফটিং;
(২৫) খেলনাসামগ্রী উৎপাদন বা টয় ম্যানুফ্যাকচারিং;
(২৬) টায়ার ম্যানুফ্যাকচারিং;
(২৭) ইলেক্ট্রিক্যাল ট্রান্সফরমার;
(২৮) কৃত্রিম তন্তু/ফাইবার বা মানবতৈরি তন্তু ম্যানুফ্যাকচারিং,
(২৯) অটোমোবাইল যন্ত্রাংশ বা পার্টস ও উপাদান ম্যানুফ্যাকচারিং;
(৩০) অটোমেশন ও রোবোটিক্স ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, উহার পার্টস ও উপাদানসহ;
(৩১) কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং;
(৩২) ন্যানোটেকনোলজি ভিত্তিক পণ্য ম্যানুফ্যাকচারিং;
(৩৩) এয়ারক্রাফট্ হেভি মেনটেন্যান্স সার্ভিস, খুচরা যন্ত্রাংশ ম্যানুফ্যাকচারিংসহ;
(খ) স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল ও শাকসজি প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ;
(গ) টিসু গ্রাফটিং, জৈব প্রযুক্তির উন্নয়ন এবং রেডিও একটিভ (ডিফিউশন) এপ্লিকেশন ইন্ডাস্ট্রির উন্নয়ন (অর্থাৎ পলিমারের মান উন্নয়ন বা পলিমারের ক্ষয়সাধন বা খাদ্য সংরক্ষণ বা চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্তকরণ);
(ঘ) বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো সেক্টর বা শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো কার্য সম্পাদনকারী সত্তা।
(২) অনুমোদিত কর অবকাশ সত্তা বাংলাদেশে অবস্থিত হইতে হইবে এবং জুলাই, ২০২০ হইতে জুন, ২০২৫ এর মধ্যে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরু করিতে হইবে।