অর্থ আইন, ২০২৩ এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩ এ নিম্নবর্ণিত শব্দ ও রেফারেন্সসমূহ সংশোধন করা হয়েছে, যথা-
(ক) সর্বত্র উল্লেখিত “আর্থিক প্রতিষ্ঠান”, “আর্থিক প্রতিষ্ঠানকে”, “আর্থিক প্রতিষ্ঠানে” ও “আর্থিক প্রতিষ্ঠানের” শব্দগুলোর পরিবর্তে যথাক্রমে “ফাইন্যান্স কোম্পানি”, “ফাইন্যান্স কোম্পানিকে”, “ফাইন্যান্স কোম্পানিতে” ও “ফাইন্যান্স কোম্পানির” শব্দগুলো প্রতিস্থাপন করা হয়েছে। ফলে আয়কর আইনে ব্যবহৃত “আর্থিক প্রতিষ্ঠান” বা এতদ্সম্পর্কিত শব্দগুলোর পরিবর্তে “ফাইন্যান্স কোম্পানি” বা এতদ্সম্পর্কিত শব্দগুলো ব্যবহার করতে হবে।
(খ) ধারা ৬৭ এর উপ-ধারা (৮) এর দফা (ক) তে উল্লেখিত “আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন)” শব্দগুলো, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন) শব্দগুলো, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে।
(গ) সর্বত্র উল্লেখিত “Customs Act, 1969 (Act No. IV of 1969)” শব্দগুলো, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) শব্দগুলো, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে।
(ঘ) ধারা ১৪২ এর উপ-ধারা (১) এ উল্লেখিত “অধ্যায়ের অধীন” শব্দগুলোর পরিবর্তে “অংশের অধীন” শব্দগুলো প্রতিস্থাপন করা হয়েছে। অর্থাৎ ধারা ১৪২ এর বিধানাবলি পুরো অংশ ৭ এর জন্য প্রযোজ্য হবে তা সুস্পষ্ট করা হলো।
(ঙ) ধারা ২৬০ এর উপ-ধারা (৬) এ উল্লেখিত “১৬৭” সংখ্যাটির পরিবর্তে “১৬৬” সংখ্যাটি প্রতিস্থাপন করা হয়েছে। এই রেফারেন্স সংশোধনের ফলে রিটার্ন দাখিলের ধারা ১৬৬ এর প্রয়োগ সম্পর্কিত বিষয়টি ধারা ২৬০ এ সুস্পষ্ট হলো।