Skip to content

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৫ সংশোধন পূর্বক এতে উপ-ধারা (৩) এর পর নূতন উপ-ধারা (৪) সংযোজন করা হয়েছে। সংযোজিত উপ-ধারা (৪) অনুযায়ী বাংলাদেশের প্রচলিত বিধি বিধান অনুযায়ী কোনো আয়কর কর্তৃপক্ষকে অর্থাৎ আয়কর আইনের ধারা ৪ এ বর্ণিত কোনো কর্মকর্তাকে তার বিদ্যমান পদের অব্যবহিত উচ্চতর পদে চলতি দায়িত্বে পদায়িত হলে তিনি উক্তরূপ উচ্চতর পদের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করতে পারবেন। এই বিধানের মাধ্যমে পদায়ন সংক্রান্ত সরকারি বিধি-বিধানের একটি সাধারণ নিয়মকে আয়কর আইনের অংশ হিসাবে গ্রহণ করে এর প্রয়োগ আরও সুস্পষ্ট করা হলো।

3 views