আয়কর আইন, ২০২৩ এর ধারা ৪ এ প্রদত্ত আয়কর কর্তৃপক্ষের সংজ্ঞায় নিম্নবর্ণিত দুটি পরিবর্তন আনয়ন করা হয়েছে, যথা:-
ক। “অতিরিক্ত মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)” শব্দগুলো ও বন্ধনীর পরিবর্তে “পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)” শব্দগুলো ও বন্ধনী এবং “পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)” শব্দগুলো ও বন্ধনীর পরিবর্তে “যুগ্মপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)” শব্দগুলো ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে।
খ। উপপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) এবং সহকারী পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) কে আয়কর কর্তৃপক্ষের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এ সংক্রান্ত অস্পষ্টতা দূরীভুত করা হয়েছে।